Posts

Showing posts from March, 2022
  # ল্যাপটপ কেনার আগে যে বিষয়গুলো বিবেচনা করে সিদ্ধান্ত নিবেনঃ ১। কোন প্রসেসর কিনবেনঃ প্রসেসর ল্যাপটপের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং অন্যতম প্রধান হার্ডওয়্যার। মূলত একে CPU = Central Processing Unit (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) বলে। আমরা যখন ল্যাপটপ বা কম্পিউটারে বিভিন্ন কমান্ড দিয়ে থাকি, সেগুলোকে প্রসেসর প্রসেসিং করে আমাদের ডিসপ্লেতে শো করে।প্রসেসরের উপর নির্ভর করে ল্যাপটপের গতি ও প্রকৃতি। আপনার বাজেট অনুযায়ী প্রসেসর নির্ধারণ করুন।যেমন: অফিস প্রোগ্রামিং বা সাধারণ কাজের জন্য ডুয়েল কোর বা কোর আই থ্রি থেকে শুরু করতে পারেন। বর্তমান বাজারে সেলেরন থেকে শুরু করে কোর আই সেভেন পর্যন্ত প্রসেসর এর ল্যাপটপ আছে। প্রসেসর ব্রান্ডের ক্ষেত্রে আপনি ইনটেল অথবা এএমডি থেকে পছন্দ করে নিতে পারবেন। ২। হার্ডডিস্ক নাকি এসএসডিঃ হার্ডডিক্সের তুলনায় এসএসডি দ্রুতগতিসম্পন্ন এবং নিরাপদ তথ্যের সংরক্ষণ করে। এসএসডি সম্পন্ন ল্যাপটপে অপারেটিং সিস্টেম এবং অন্যান্য অ্যাপ্লিকেশান মুহূর্তেই লোড হয় এবং দ্রুতগতির কর্মক্ষমতা প্রদান করে। হার্ডডিক্স বা এসএসডি তে কতটুকু ডাটা রাখবেন তার ওপর নির্ভর করে স্টোরেজ সিলেক্ট করুন। বর্তমা...